কম্পিউটারে বাংলা লেখার অনেক গুলো পদ্ধতি আছে। সাধারণত বাংলা লেখার জন্য কম্পিইটারে কিছু সফ্টওয়ার যেমন অভ্র, বিজয় ইত্যাদি ইনস্টল করতে হয়।এসব সফ্টওয়ারে বিভিন্ন লেআউট যেমন Avro Easy, Bornona, Probhat, Bengali Inscript, Phonetic, Click n Type layout ইত্যাদি ব্যবহার করে সহজেই বাংলা টাইপ করা যায়। সফ্টওয়ার ইনস্টল করা ছাড়াও ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লেখা সম্ভব। English-bangla.com ওয়েবসাইটেও সফ্টওয়ার ইনস্টল ছাড়া বাংলা লেখা যায়।The sum is:300